75th Anniversary, Veenapani Club, গড়বেতায় বীণাপাণি ক্লাব ও সাধারণ পাঠাগারের ৭৫তম বর্ষপূর্তি পালন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি: আজ শালবনী বিধানসভার গড়বেতা ৩ ব্লকের মঙ্গলবান্দি গ্রামের অত্যন্ত ঐতিহ্যবাহী বীণাপাণি ক্লাব ও সাধারণ পাঠাগারের ৭৫ তম বর্ষপূর্তি পালিত হলো। এই উপলক্ষে দেশনায়ক নেতাজির আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা এবং জাতীয় পতাকা নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে এই বীর দেশনায়ককে শ্রদ্ধা নিবেদন করলেন।

মঞ্চে উপস্থিত ছিলেন এলাকার অত্যন্ত শ্রদ্ধার মানুষ, বংশীবদন চৈরা, যাঁকে নেতাজি ফ্রিডম ইন্ডিয়া গঠন করার পর ফ্রিডম ইন্ডিয়ার মুদ্রিত কিছু টাকা উপহার দেন। সেই টাকা আজ বংশীবদনবাবু সকলের সামনে দেখান। আজকের এই মননশীল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার সমস্ত মানুষ এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, বিধায়ক দীনেন রায় সহ সমাজসেবী সুজয় হাজরা, সমাজসেবী বিশ্বজিৎ সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

পাশাপাশি আজ জেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত বাগদেবীর আরাধনায় নিজে তদারকি করেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি। সন্ধ্যায় নিজে শঙ্খ বাজিয়ে সন্ধ্যা আরতি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *