ধর্ম বা তথ্য গোপন করে বিয়ের নামে প্রতারণা বন্ধ করতে আসছে কড়া আইন, ঘোষণা অসমের মুখ্যমন্ত্রীর

আমাদের ভারত,১১ জুলাই: হিন্দু হোক বা মুসলিম, কোনও পুরুষই যাতে ছলনার আশ্রয় নিয়ে ধর্ম গোপন বা তথ্য গোপন করে বিয়ের নামে কোনও নারীকে প্রতারণা করতে না পারে তা নিশ্চিত করতে কড়া আইন আনছে অসম সরকার। একথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন,”আমরা নির্দিষ্টভাবে লাভ জিহাদ বলে কোনও বিশেষ শব্দ বন্ধ ব্যবহার করার পক্ষপাতি নই। কারণ আমরা মনে করি একজন হিন্দুরও আর এক একজন হিন্দুকে ঠকানোর অধিকার নেই। একজন মুসলিম পুরুষ একজন হিন্দু মহিলাকে ঠকিয়ে বিয়ে করলে সেটা লাভ জিহাদ যেমন, তেমনই একজন হিন্দু পুরুষও যদি তথ্য গোপন করে কোনও ছলনার আশ্রয় নিয়ে কোন হিন্দু মহিলাকে বিয়ে করে সেটাও জিহাদ। সেই কারণে এই জিহাদ শব্দটিতে আমরা বিশ্বাস করি না।”

বিয়ের নামে যেকোনো ধরনের প্রতারণাই যাতে বন্ধ হয় তা নিশ্চিত করতে কড়া আইন হবে অসমে। মুখ্যমন্ত্রীর দাবি, এই নতুন আইনে হিন্দু মুসলিম সবার উপরে সমান ভাবে প্রযোজ্য হবে।

তিনি দাবি করেছেন, যে লাভ জিহাদ আইন তিনি আনতে চলেছেন তা নির্দিষ্ট কোনও ধর্মের মানুষকে টার্গেট করা হবে না। যে কোনও ধর্মের মহিলারা প্রতারিত হলে ব্যবস্থা নেবে সরকার। এক্ষেত্রে হিন্দু বা মুসলিম কোনও বিভাজন করবে না তাঁর সরকার। বিশ্বশর্মা’র মতে একজন হিন্দু পুরুষ যদি প্রতারণা করে কোনো নারীকে বিয়ে করে তার মতে সেটাও জিহাদ। তিনি মনে করেন ধর্ম বা অন্য কোনও তথ্য গোপন করে বিয়ের নামে প্রতারণা বন্ধ হওয়া দরকার।

প্রসঙ্গত উল্লেখ্য, হিমন্ত কিছুদিন আগেই বলেছিলেন রাজ্যের অভিবাসী মুসলিমদের সঠিকভাবে পরিবার পরিকল্পনা করতেই হবে। এক্ষেত্রে তার সরকার সংখ্যালঘুদের সঙ্গে কাজ করতে চায়। তিনি মন্তব্য করেছিলেন, মুসলিমরা জনসংখ্যা নিয়ন্ত্রণ না করলে কামাখ্যা মন্দিরের জমি জবর দখল হয়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *