লাভ জিহাদের অভিযোগ! ভোপালে আত্মঘাতী তরুণী

আমাদের ভারত, ১০ জানুয়ারি:মধ্যপ্রদেশ ভোপালে বছর ২৬-এর এক তরুণী নিজের বাড়িতে আত্মঘাতী হন। ওই তরুনীর মৃত্যুর ঘটনায় লাভ জিহাদের অভিযোগ উঠল। আত্মঘাতী ওই তরুনীর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে আদিল খান নামে এক যুবককে তার মৃত্যুর জন্য দায়ী করেছে ওই তরুণী। পরিবারের অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

তরুণীর পরিবারের অভিযোগ পরিচয় গোপন করে আদিল ওই তরুণীকে প্রতারণা করে। তরুনীর বাবার দাবি আদিল নিজেকে হিন্দু বলে পরিচয় দিয়ে তার মেয়ের সঙ্গে বন্ধুত্ব করেছিল। আদিল নিজেকে বাবলু নামে পরিচয় দিয়েছিল। তরুনীর বাবা বলেন, তার মেয়ে যখনই ছেলেটির আসল পরিচয় জানতে পারেন তখনই সে তার থেকে দূরত্ব তৈরি করে। আত্মঘাতী তরুণীর বাবার অভিযোগ তার মেয়ে যখনি আদিলের কাছ থেকে নিজের সরিয়ে আনতে শুরু করে তখনই আদিল তাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করা শুরু করে। শেষে অপমান সহ্য করতে না পেরে তার মেয়ে আত্মঘাতী হয়েছে।

পুলিশ সূত্রে খবর তরুণীর পরিবার চাইছে অভিযুক্তের বিরুদ্ধে ধর্মান্তরণ বিরোধী আইনে মামলা রুজু হোক। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরপ্রদেশের পরেই শনিবারই মধ্যপ্রদেশেও ধর্মান্তরণ বিরোধী আইনের অধ্যাদেশের সই করেছেন মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল। এই আইনে বলা হয়েছে পরিচয় গোপন করে কেবলমাত্র বিয়ের জন্য ধর্মান্তরণ করলে ১০ বছরের জেল হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *