আমাদের ভারত, ১ ডিসেম্বর:শেষ কয়েক বছর ধরে লাভ একের পর এক লাভ জিহাদের ঘটনা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারগুলোর কাছে। লাভ জিহাদ রুখতে বিজেপি শাসিত একের পর এক রাজ্য আইন প্রণয়নের কথাও ভাবতে শুরু করেছে। উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ আসাম ইতিমধ্যেই আইন প্রণয়নের সিদ্ধান্তের কথা জানিয়েছে। এরই মধ্যে মধ্যপ্রদেশের শহডলে আবার একটি লাভ জিহাদের ঘটনা সামনে উঠে এলো। এক হিন্দু মহিলা তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে তাকে জোর করে ধর্মান্তরিত ও আরবি উর্দু শেখানোর অভিযোগ করেছেন।
ওই মহিলা জানায় ২০১৮ সালে ইরশাদ খান নামে ওই এলাকার এক মুসলিম যুবকের সঙ্গে বাড়ির অমতে সে বিয়ে করেছিল। মুসলিম নিয়ম মেনেই হয়েছিল তাদের বিয়ে। কিন্তু বিয়ের পর থেকেই ইরশাদ ও তার বাড়ির লোকজন ওই মহিলাকে আরবি ও উর্দু শেখার জন্য চাপ দিচ্ছিল। ইরশাদ তাকে বেশ কিছু মুসলিম ধর্ম সম্পর্কিত বই এনে দিয়ে সেগুলি পড়তে বলেছিল। শ্বশুরবাড়ির লোকজন তার হাতে একটি তাবিজ বেঁধে দিয়েছিলেন বলেও জানান তিনি। তাকে বলা হয়েছিল তাবিজ খারাপ নজর থেকে তাকে বাঁচাবে। এমনকি তার মা-বাবার বলা কোন খারাপ কথাও তার জীবনে প্রভাব ফেলবে না।
কিন্তু ওই মহিলার বক্তব্য সে হিন্দু তার শ্বশুর বাড়ির নিয়ম রীতি তার ভালো লাগতো না। কিন্তু দিনের পর দিন তাকে একই চাপ দেওয়া হতো। শেষে আর সহ্য করতে না পেরে ওই মহিলা পালিয়ে বাপের বাড়ি চলে আসে।
ওই মহিলা বলছেন দু’বছর আগে ইরশাদকে বিয়ে করে আমি ভুল করেছি। আমি হিন্দু মেয়ে মুসলিম রেওয়াজের সঙ্গে মানিয়ে নিতে আমার অসুবিধা হচ্ছিল। তাছাড়া আমাকে উর্দু আরবি শিখতে জোর করা হচ্ছিল আমি এখন বাবা মায়ের কাছেই থাকব আর শ্বশুর বাড়ি যাব না। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ইরশাদ নামের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত চলছে।