শিলাবৃষ্টি ও হাতির তান্ডবে ঝাড়গ্রামের কৃষদের ফসলে ব্যাপক ক্ষতি

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৪ মার্চ: সোমবার বিকেল থেকে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম সহ বিভিন্ন ব্লকের চাষিরা। অসময়ে শিলাবৃষ্টির কারণে তারা মাঠের ফসল বাড়িতে তুলতে পারছেন না। টানা বৃষ্টির জেরে জমির ফসল মাটিতে মিশে গেছে। তাতে চিন্তার ভাঁজ পড়েছে চাষিদের কপালে। আমের মুকুল, সজনের ফুল, ফুলকপি, বাঁধাকপি, সরষে সহ মাঠের সব ধরনের ফসলই নষ্ট হয়েছে।

ঝাড়গ্রাম জেলায় বেশিরভাগ সময় হাতির তাণ্ডব লেগে রয়েছে। একদিকে প্রকৃতির খামখেয়ালিপনা, অন্যদিকে হাতির তাণ্ডব। তাতে অতিষ্ঠ হয়ে উঠছে জেলার জঙ্গল লাগোয়া গ্রামগুলির কৃষকরা। বিনপুর ১ নং ব্লকের সবজি চাষি সন্দীপ মাহাত জানান, গত দু’দিনে বৃষ্টির জেরে সবজি চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও বিনপুরে সারাবছর হাতির তাণ্ডব লেগেই রয়েছে। ধনঞ্জয় হাঁসদা জানান, হাতির তাণ্ডবে চাষের ফসলের যেমন ক্ষতি হচ্ছে অপরদিকে এলাকায় হাতি ঢুকে ঘরবাড়ি ভাঙ্গচুর করছে। হাতির দল কখনো চাষের জমিতে দাপিয়ে বেড়াচ্ছে তো আবার কখনো রাজ্য সড়কে। সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তারই জেরে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষদের মধ্যে। প্রশ্ন উঠছে বনদপ্তরের ভূমিকা নিয়ে।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে হাতি তাণ্ডব চালাচ্ছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, গোপীবল্লভপুর, লালগড়, বেলিয়াবেরা, জামবনি  ব্লকে। ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ হোলেইচি জানিয়েছেন দুই-একটি রেসিডেন্সিয়াল হাতি এলাকায় রয়েছে। বনদপ্তরের কর্মীরা হাতি গুলির উপর নজর রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *