আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৩ মার্চ: করোনার জন্য সারা দেশের বহু জায়গায় লকডাউন হয়ে গিয়েছে। ফলে বাধ্য হয়েই বাড়ি ফিরছেন বহু মানুষ। রাজ্যের বাইরে থেকে আসা মানুষজন গ্রামে ফেরার আগে চাই ফিট সার্টিফিকেট। এই ফিট সার্টিফিকেট না হলে আতঙ্কে গ্রামে ঢুকতে দেবে না এলাকার মানুষ বা পঞ্চায়েতর লোক। তাই ফিট সার্টিফিকেট নিতে তমলুক জেলা হাসপাতালে লম্বা লাইন পড়েছে। নিয়ম মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন বাইরে থেকে আসা মানুষজন। তবে দীর্ঘক্ষণ দেরি হওয়ায় অনেকেই বিরক্ত হয়েছেন। তবে পরিকাঠামোর অভাবে এই দেরি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
তমলুক জেলা হাসপাতালের ডাক্তারবাবুরা চেক করে ফিট সার্টিফিকেট দিচ্ছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত কারো দেহে সেরকম করোনা পজিটিভ ধরা পড়েনি। তবে প্রত্যেককেই চেকআপের পর ১৪ দিন গৃহবন্দি থাকতে বলা হয়েছে। কোনও অসুবিধা দেখা দিলে তবেই হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে সঠিক পরীক্ষার ব্যবস্থা না থাকায় এই মানুষগুলো কতটা ফিট তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে৷