Loksabha Election, Election Commission, এপ্রিলের মাঝামাঝি লোকসভা ভোট! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি নিয়ে বড় জল্পনা

আমাদের দেশে, ২৩ জানুয়ারি: লোকসভা ভোট নিয়ে বড়সড় খবর সামনে এলো। সোশ্যাল মিডিয়ায় একটি নোটিশের ছবি ভাইরাল হয়েছে। সেটি দিল্লির মুখ্য নির্বাচন কমিশনের একটি চিঠি, যেখানে উল্লেখ রয়েছে ১৮তম লোকসভা নির্বাচন শুরু হতে পারে ১৬ এপ্রিল। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই নানা জল্পনা শুরু হয়ে গিয়েছিল দেশজুড়ে। কিন্তু তারপরে প্রশ্ন উঠেছিল তাহলে কি লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেল?

মঙ্গলবার সারাদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খেয়েছে দিল্লির মুখ্য নির্বাচন কমিশনারের লেটার প্যাডে লেখা একটি বিজ্ঞপ্তি। ১৯ জানুয়ারির এই বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের ইলেকশন প্ল্যান অনুযায়ী ১৬ এপ্রিল ১৮তম লোকসভা ভোটের সম্ভাব্য তারিখ। যা নিয়ে আলোড়ন পড়ে যায় সর্বত্র।

এরপরই মুখ খোলে দিল্লির মুখ্য নির্বাচন কমিশনার। জানা যায় যে, ১১ জন জেলা নির্বাচনী আধিকারিকের উদ্দেশ্যেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়, ১৬ এপ্রিলের তারিখটি ভারতের নির্বাচন কমিশন ভোট সংক্রান্ত যে সূচি দিয়েছে সেটি পালন করাই বিজ্ঞপ্তির মূল উদ্দেশ্য ছিল বলে জানা যায়।

দিল্লি নির্বাচন কমিশনের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় একটি বিবৃতি দিয়ে বলা হয়, আসন্ন লোকসভা ভোট ২০২৪- এর জন্য রেফারেন্স হিসেবে ১৬ এপ্রিল দিনটাকে ব্যবহার করা হয়েছে। তাতে ওই দিনটি ধরে ইলেকশন প্ল্যানার নির্বাচন শুরু এবং শেষের তারিখের পরিকল্পনা করা যেতে পারে।

সোশ্যাল মিডিয়া ও দেশের রাজনৈতিক মহলে হইচই শুরু হতেই গোটা বিষয়টি ব্যাখ্যা করেন দিল্লির মুখ্য নির্বাচন কমিশনার। জানানো হয়, তারিখ এখনো চূড়ান্ত হয়নি। নির্বাচনী আধিকারিকদের ওই দিনটির কথা এখন থেকে জানানো হয়েছে, যাতে তারা ভোট সংক্রান্ত যাবতীয় কাজকর্ম ও পরিকল্পনা সেরে ফেলতে পারেন।

সাধারণভাবে লোকসভা ভোট জুনের মধ্যে শেষ হওয়ার কথা। সেদিক থেকে দেখলে এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি ভোট হওয়া কোনভাবেই অস্বাভাবিক কিছু নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *