Lodha sabar, review meeting, লোধা সবর বোর্ডের কাজের পর্যালোচনা বৈঠক

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ জুলাই: জেলার লোধা সবর জনজাতির উন্নয়নের জন্য গঠিত লোধা সবর বোর্ড- এর কাজ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন জেলা শাসক, পশ্চিম মেদিনীপুর। বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ডের প্রতিনিধি এবং অন্যান্য আধিকারিকরা। লোধা সবর জনজাতির উন্নয়নে এই বোর্ডের মাধ্যমে ইতিমধ্যে ১ কোটি ৭৩ লক্ষ টাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করা হয়েছে। আরও বেশ কিছু কাজের জন্য আর্থিক অনুমোদনের প্রস্তাব দ্রুত বিভাগে পাঠানো হবে বলে জানাগেছে। জেলার লোধা সবর অধ্যূষিত এলাকাগুলিতে কি কি ধরনের উন্নয়নের কাজ আবশ্যক সে ব্যাপারে পর্যালোচনা করে একটি সামগ্রিক তথ্যভান্ডার তৈরির নির্দেশ দিয়েছেন জেলা শাসক। কাজের মানও সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন জেলা শাসক বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন। জনজাতির বিভিন্ন উন্নয়ন সংক্রান্ত ইস্যু নিয়ে আলোচনা হয়। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পঞ্চায়েত স্তরে সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা হয়েছে। পাশাপশি হাসপাতালগুলিতে টেলি মেডিসিন, বিনামূল্যে রক্ত পরীক্ষা, সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া পরীক্ষার ব্যবস্থা রয়েছে। আদিবাসী সম্প্রদায়ের মানুষ-জনকে এই পরিষেবার সম্পূর্ণ সুযোগ নেওয়ার অনুরোধ করা হয়েছে। বাল্য বিবাহ রুখতে জন সচেতনতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিগত এক বছরে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে জমির পাট্টা, ফটেস্ট পাট্টা দেওয়ার ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে বলে ভূমিদপ্তর সূত্রে জানাগেছে। জাহের থান ও মাঝির থান তৈরির ব্যাপারে উপস্থিত আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিদের কাছ থেকে প্রস্তাব চাওয়া হয়েছে। জেলার আদিবাসী এলাকাগুলির আরও উন্নয়নের বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে আগামী দিনে নিয়মিতভাবে এই ধরনের বৈঠক আয়োজন করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *