আমাদের, উত্তর দিনাজপুর, ১৬ নভেম্বর: “কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে পুরোপুরি ভাবেই বিজেপি জয়ী হচ্ছে, শুধু জয়ই নয় বিশাল বড় মার্জিনে বিজেপি প্রার্থী কালিয়াগঞ্জে জয়লাভ করবে।” কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রচারে এসে এই দাবি করলেন বিজেপি নেত্রী সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, কালিয়াগঞ্জে নেমেই তিনি এই অনুভূতিটা পেয়েছেন। এখানে অন্যান্য দলের কোনও অস্তিত্ব নেই। তিনিঅভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস এন আর সি আতঙ্ক ছড়াচ্ছে। কেন্দ্রে খুব শীঘ্রই সিটিজেন অ্যামান্ডমেন্ড বিল আসছে তখন সাধারণ মানুষের মধ্যে এই অযথা বিভ্রান্তি দূর হয়ে যাবে বলে বিজেপি নেত্রীর আশা।
আগামী ২৫ নভেম্বর কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচন। ইতিমধ্যেই শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা প্রচারে নেমে পড়েছেন। শনিবার বিজেপি প্রার্থী কমল সরকারের হয়ে নির্বাচনী প্রচারে আসেন বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। প্রচারে নামার আগেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লকেট চট্টোপাধ্যায় বলেন, কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপির বড় ব্যাবধানে জয় একেবারে নিশ্চিত। এখানে অন্যান্য দলগুলির সেভাবে কোনও অস্তিত্ব নেই। তৃণমূল কংগ্রেসের এন আর সি প্রসঙ্গ নিয়ে নেত্রী বলেন তৃণমূল কংগ্রেসই এন আর সি নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। সংসদের আগামী অধিবেশনেই সিটিজেন অ্যামেন্ডমেন্ড বিল আসবে। তৃণমূল কংগ্রেস যে সাধারন মানুষের মধ্যে যে আতঙ্ক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে তখন তা দূর হয়ে যাবে।