লকডাউনে শামিল জেলার পাঁচটি শহরকে গ্রাস করেছে নিস্তব্ধতা

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৩ মার্চ : সরকারি নির্দেশ মতো লকডাউন শুরু হয়েছে বিকেল ৫টা থেকে। পূর্ব মেদিনীপুর জেলার পাঁচটি শহরে চলছে লকডাউন। জেলা সদর তমলুক, হলদিয়া, কাঁথি, দিঘা ও কোলাঘাট এই পাঁচটি শহরকে লকডাউনের আওতায় আনা হয়েছে।

লকডাউন এর আগে প্রতিটি শহরে সকাল থেকে বাজারগুলোতে ছিল উপচে পড়া ভিড়। মানুষজন কিছুটা আতঙ্কিত হয়েই না পাওয়ার ভয়ে বাজার থেকে জিনিষ সংগ্রহ করে নিয়েছেন নিজের ঝুলিতে। মাছ, মাংস, আনাজ ও মুদি সব জায়গাতেই ছিল বিরাট ভিড়।
যদিও অত্যাবশ্যকীয় জিনিসগুলো সবই খোলা থাকবে তবুও মানুষজন ভরসা করেননি কারুর উপর।

বিকেলে পাঁচটার পর থেকে চিত্রটা বদলে যেতে থাকে। জেলাসদর তমলুকে সমস্ত দোকানই বন্ধ হয়ে যায় কয়েকটি হাতেগোনা নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান ছাড়া। সন্ধ্যার পর থেকে মানুষজন খুব কমই বাড়ির বাইরে বেরিয়েছেন।

দীঘায় হোটেলগুলিতে পর্যটকদের সংখ্যা শূন্য হয়ে গিয়েছিল আগেই। ট্রেন চলাচল বন্ধ ও বাসের সংখ্যা খুব কমে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াত খুবই কমে গিয়েছে। দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে সরকারি নির্দেশ মত।

শিল্পাঞ্চল হলদিয়ায় অবশ্য একটু ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। পুলিশকে জোর করে দোকানপাট বন্ধ করতে হয়েছে পাঁচটার পরে। এখানেও মানুষজন খুবই কমই বেরিয়েছেন রাস্তাঘাটে।

কাঁথি এবং কোলাঘাটের চিত্র প্রায় একই রকম। সরকারি নির্দেশ এবং কিছুটা আতঙ্কে সব জায়গাতেই মানুষজন গৃহবন্দি হয়েছেন নিজের থেকেই।

আজ এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করে জেলাশাসক পার্থ ঘোষ জানিয়েছেন তমলুক, হলদিয়া, কাঁথি দিঘা এবং কোলাঘাটের পাশাপাশি আগামী কাল ২৪ মার্চ দুপুর দুটো থেকে ২৭ তারিখ রাত্রি বারোটা পর্যন্ত পাঁশকুড়া পৌরসভা ও এগরা পৌরসভায়ও এই লকডাউন বলবত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *