আমাদের ভারত, ব্যারাকপুর, ২৪ মে: হালিশহর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বৈদ্যপাড়া গঙ্গার ঘাটে রাতের অন্ধকারে শিবমন্দিরের শিবলিঙ্গ ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার সকালে গঙ্গার ঘাটে স্নান করতে আসা মানুষজন দেখতে পান মন্দিরের শিবলিঙ্গ ভাঙ্গা। ঘটনার প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চের তরফে ব্যস্ততম ঘোষপাড়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। হালিশহর থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। তবে ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় মানুষজন।
ঘটনাস্থলে যান বিজেপির জেলা সভাপতি মনোজ ব্যানার্জি। তাঁর অভিযোগ, বিজেপি কার্যকর্তারা এর প্রতিবাদ করলে তৃণমূলী দুষ্কৃতীরা বিজেপি কার্যকর্তাদের হামলা করে। এতে গুরুতর আহত হন জেলা সাধারণ সম্পাদক রূপক মিত্র,সুভাষ সরকার,মানস পান্ডে এবং ভোলা। তাঁরা সবাই কল্যাণীর AIIMS চিকিৎসাধীন।
পুরপ্রধান শুভঙ্কর ঘোষ বলেন, যারা এই কান্ড ঘটিয়েছে, পুলিশ তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করবে। তাছাড়া পুরসভার তরফে মন্দিরটিকে সংস্কার করা হবে।
ওপর দিকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সংস্কারের নামে সব দখল করে নিচ্ছে শাসক দলের বিধায়ক ও সাংসদরা। বিপুল অর্থ ব্যয় করে সিসিটিভি লাগিয়েও কোনো কাজ হচ্ছে না।