জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ জুলাই:
মেদিনীপুর কলেজ মাঠে মাঝেমধ্যে দিনের বেলাতেও আলো জ্বলতে থাকে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। মেদিনীপুর কলেজ মাঠে সৌন্দর্যায়নের লক্ষ্যে বছর কয়েক আগে মেদিনীপুর খড়্গপুর ডেভেলপমেন্ট অথরিটির উদ্যেগে মাঠের চারপাশে খুঁটি পুঁতে আলোর ব্যবস্থা করা হয়েছিল। যাতে সন্ধ্যেয় মাঠে আসা লোকজন এই আলোর সুবিধা পান। শনিবার লকডাউনের দিন দুপুরে দেখা গেল মাঠের চারপাশের আলোগুলি দিনের বেলাতেও জ্বলছে। মাঝেমধ্যেই এই দৃশ্য দেখা যায় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এ বিষয়ে অবিলম্বে প্রশাসনের সতর্কতা অবলম্বন প্রয়োজন বলে তারা মনে করছেন।


