এলআইসি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে সারা ভারত বীমা কর্মচারি সংগঠনের প্রতিবাদ বিক্ষোভ রায়গঞ্জে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ ফেব্রুয়ারি: এলআইসি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে সারা ভারত বীমা কর্মচারী সংগঠনের প্রতিবাদ বিক্ষোভ। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এলআইসি শাখা ভবনের সামনে এজেন্ট, কর্মী ও আমানতকারীরা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করল। বুধবার দুপুর ২টো থেকে রায়গঞ্জ শাখা এলআইসি ভবনের সামনে মাইকিং প্রচারের মধ্য দিয়ে প্রতিবাদ বিক্ষোভ ও পথসভা করেন। এলআইসির নর্থবেঙ্গল এজেন্ট সংগঠনের ডিভিশনাল সম্পাদক বিপ্লব সেনগুপ্ত, সংগঠনের নেতা প্রাণেশ সরকার, এলআইসি কর্মচারি ফেডারেশনের সম্পাদক শম্ভুনাথ পালের উদ্যোগে সংঘটিত হয় এই কর্মসূচি।

এজেন্ট অর্গানাইজেশনের ডিভিশনাল সম্পাদক বিপ্লব সেনগুপ্ত বলেন, সোমবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে বাজেট পেশ করেছেন তাতে এলআইসি ও দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার বিক্রির পাশাপাশি এফবিআইয়ের অন্তর্ভুক্ত করার কথা বলেছেন, যা বেসরকারিকরণের একটি ধাপ। কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণের সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। দেশের সর্ববৃহৎ লাভজনক সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কর্পোরেশন লাভজনক থাকা সত্ত্বেও তা শেয়ার করে বিক্রি করছেন। এটা একটা ভ্রান্তনীতি, পাশাপাশি কৃষিক্ষেত্রেও সেস কমিয়ে দিয়েছে। দুটি রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্ক সরাসরি বেসরকারিকরণের কথা বলেছেন। তার‌ই প্রতিবাদে আমরা বাধ্য হয়েছি এই সিদ্ধান্ত নিতে। এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *