June Malia, Midnapur, আন্দোলন চলুক সঙ্গে আলোচনাতেও বসুক জুনিয়র চিকিৎসকরা, শুরু হোক চিকিৎসা পরিষেবা: জুন মালিয়া

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ সেপ্টেম্বর: শুক্রবার বিকেলে মেদিনীপুরে ক্ষুদিরাম পরিকল্পনা ভবনে উন্নয়ন সংক্রান্ত এক বৈঠকে যোগ দিয়ে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া জানান, এক মাসের বেশি সময় ধরে জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলন চলুক, আলোচনাতেও বসুন। তাঁর সংসদ এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন চিকিৎসার জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আসছেন। কারো হার্টের অসুখ, কারো কিডনির, কারোর পেটের বা হাড়ের সমস্যা। চোখ, ইএনটি বিভাগের রোগীরাও আসছেন। চিকিৎসা পাচ্ছেন না। তাঁকে অনেকে ফোন করছেন। খারাপ লাগছে।

তিনি জানান, আন্দোলন চলুক, আলোচনায়ও বসুক। চিকিৎসা পরিষেবা শুরু হোক। চিকিৎসা না পেয়ে মানুষ মারা যাচ্ছেন। এটা খুবই দুঃখজনক ব্যাপার। জুন মালিয়া জানান, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলেই চাইছেন তিলোত্তমা বিচার পাক। তিলোত্তমাকে বিচার পেতেই হবে।
এম পি ল্যাড এর প্রকল্পের রূপরেখা নিয়ে জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধক্ষ্য, ৭টি বিধানসভা এলাকার বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েত প্রধান, সভাপতিদের নিয়ে বৈঠক করেন।

বৈঠক শেষে জানান, এম পি ল্যাডে তাঁর সাংসদ এলাকার উন্নয়ন রূপরেখা নিয়ে কোন এলাকায় কী কী উন্নয়ন মূলক কাজ করা হবে সেসব নিয়ে আলোচনা হয়েছে। কাজগুলি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *