লেনিনের মৃত্যুশতবর্ষে আলোচনা সভা ঘাটালে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ ডিসেম্বর: মহান নভেম্বর বিপ্লবের রূপকার ভি আই লেনিনের মৃত্যুশতবর্ষে আজ ঘাটালের অন্নপূর্না আর্কেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মূল বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির সদস্য দিলীপ মাইতি। সভাপতিত্ব করেন দেবাশীষ মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সদস্য নারায়ণ চন্দ্র নায়ক, সুজিত মাইতি, ঘাটাল মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন জানা প্রমুখ।

সভায় সঙ্গীত পরিবেশন করেন চন্দন নাগ চৌধুরী। সভা থেকে ‘মহান লেনিন মৃত্যু শতবার্ষিকী উদযাপন কমিটি’ গঠিত হয়। সভাপতি হিসাবে কানাই লাল পাখিরা ও যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হন সুব্রত মাজী ও নিমাই বাগ। আগামী ২১ জানুয়ারি লেনিনের মৃত্যু শতবার্ষিকীতে নানান অনুষ্ঠানের কর্মসূচি গৃহীত হয়।

দিলীপবাবু তাঁর বক্তব্যে বলেন, সারা বিশ্বের বুকে প্রথম সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে শ্রমিক শ্রেণির রাষ্ট্র গড়ে তুলেছিলেন লেনিন। দার্শনিক কার্ল মার্কসের মতবাদকে হাতিয়ার করে রাশিয়ায় দ্রুত বিভিন্ন দিক থেকে যে অগ্রগতি ঘটেছিল, তৎকালীন সময়ে যা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। যা দেখে বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ, রোম্যাঁ রোল্যাঁ, বার্নাড’শ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ অভিবাদন জানিয়েছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা লেনিন ১৯২৪ সালের ২১ জানুয়ারি প্রয়াত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *