আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৫ এপ্রিল: শিক্ষক ও শিক্ষা কর্মীদের নিয়োগের ঘটনায় তৃণমূলের রাজ্য সরকারের দুর্নীতি প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার তার প্রতিবাদে জলপাইগুড়ির রাস্তায় নামল বামেরা। শহরে প্রতিবাদ মিছিলের মধ্যে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলে মিছিলেন হাঁটলেন বাম নেতা কর্মীরা।
শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল শেষে শহরের কদমতলা মোড়ে একটি বিক্ষোভ সভা হয়। বামেরা প্রতিবাদ কর্মসূচি থেকে দাবি তোলে নিয়োগ দুর্নীতিতে যুক্ত সকল আধিকারিকদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দিতে হবে। সঠিক ও স্বচ্ছ প্রদ্ধতিতে যোগ্য চাকরি প্রার্থীদের পূর্নবহাল করা। ওএমআর শিট
লোপাটকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি, এছাড়াও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হয়েছে।
জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য জানিয়েছেন, হাইকোর্ট রায় দিয়েছে চাকরি বাতিলের। আমরা এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি।”