ট্রাম্পের ভারত সফরের বিরোধীতা করে কলকাতার আমেরিকান সেন্টারের সামনে বিক্ষোভ বামেদের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৪ ফেব্রুয়ারি: ট্রাম্পের ভারত সফরের বিরোধীতা করে রাস্তায় নামলেন বামপন্থী যুব সংগঠনের কর্মীরা। সোমবার আমেরিকার প্রেসিডেন্টের ভারত সফরের বিরোধীতা করে ধর্মতলার লেলিন মূর্তি থেকে মিছিল করে সিপিএমের যুব সংগঠন ডিএফআইয়ের কর্মীরা। যদিও মিছিলে ছিলেন আরএসপি সহ অনান্য বাম দলগুলির যুব সংগঠনের সদস্যরা। মিছিল পার্কস্ট্রিট আসতেই বামপন্থী কর্মীদের বাধা দেয় কলকাতা পুলিশ। বাধা পেতেই বাম সমর্থকদের সঙ্গে কথাকাটাকাটি হয়। তবে বামকর্মী সমর্থকরা শেষ পর্যন্ত পুলিশের বাধা টপকে আমেরিকা সেন্টার পর্যন্ত পৌছাতে পারেনি।

ডিএফআই নেতা সায়নদেব মিত্র এ প্রসঙ্গে বলেন, বামপন্থীরা বরাবর সাম্রাজ্যবাদের বিরোধীতা করে। তাই ট্রাম্পের আগমনকে বামপন্থীরা কখনই স্বাগত জানাবেন না। তারা সবসময় সাম্রাজ্যবাদী শক্তির বিরোধীতা করবে বলে জানিয়েছেন সায়নদেব মিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *