আমাদের ভারত, ২ ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষার ‘প্রশ্নপত্র ফাঁস“ নিয়ে এক্স হ্যাণ্ডেলে মন্তব্য করলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
শুক্রবার তিনি ফাঁস হওয়া প্রশ্নপত্রের ছবি-সহ লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের অধীনে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হওয়া আর দুর্ঘটনা নয়, বরং এটি একটি প্রশাসনিক প্রোটোকল হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছে।
প্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষা শুরুর কিছু সময়ের মধ্যেই প্রথম ভাষার (বাংলা) প্রশ্ন বাইরে বেরিয়ে গিয়েছিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল প্রশ্নপত্র। সেই ঘটনাতেও দু’জন ছাত্রকে চিহ্নিত করে তাদের এ বছরের জন্য মাধ্যমিক পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।