পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ এপ্রিল: এবার লোকসভা নির্বাচনে প্রচারের হাতিয়ার, ১৩ বছরের তৃণমূল সরকারের উন্নয়নমূলক প্রকল্পের লিফলেট প্রকাশ করা হল মঙ্গলবার। এদিন মেদিনীপুর শহরে জেলা তৃণমূল ও জেলা যুব তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে রাজ্যের তৃণমূল সরকারের গত ১৩ বছরে সাধারণ মানুষের জন্য যে সমস্ত জনমুখী প্রকল্প চালু করা হয়েছে, সেই সমস্ত প্রকল্প সহ মেদিনীপুর ও ঝাড়গ্রাম লোকসভার তৃণমূল প্রার্থীদের ছবি সম্বলিত লিফলেট প্রকাশ করা হল।
একই সঙ্গে বিজেপি সাধারণ মানুষের জন্য কী করেছে, তারও উদাহরণ তুলে ধরে কটাক্ষ করা হয় তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা, জেলা যুব তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্তী, প্রদ্যুৎ ঘোষ সহ অন্যান্যদের উপস্থিতিতে আগামী লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া ও ঝাড়গ্রাম লোকসভার প্রার্থী কালীপদ সরেনকে জয়ী করার আহ্বান জানানো হয়।