পথে নেমে তীব্র আন্দোলন শুরু করল ব্যারাকপুর আদালতের আইনজীবী, ল ক্লার্ক ও টাইপিস্টরা

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৬ ডিসেম্বর: পথে নেমে তীব্র আন্দোলন শুরু করল ব্যারাকপুর আদালতের আইনজীবী, ল ক্লার্ক ও টাইপিস্টরা। ব্যারাকপুর মহকুমা আদালতে গত ৩ দিন ধরে চলছে অচলাবস্থা। সোমবার থেকে আইনজীবী, ল ক্লার্ক বা টাইপিস্ট কেউ আদালতে কাজ করছে না, শুরু হয়েছে অনির্দিষ্টালের জন্য কর্ম বিরতি।

ঝাঁচকচকে নতুন ব্যারাকপুর আদালতে আইনজীবী, ল ক্লার্ক এবং টাইপিস্টদের বসার জায়গা হচ্ছে না। আইনজীবীদের গাড়ি রাখার জায়গাও নেই আদালত চত্বরে, এমনকি নতুন ব্যারাকপুর আদালতে নেই পানীয় জলের ব্যবস্থা। যার ফলে দীর্ঘদিন ধরে আদালতের পরিকাঠামো উন্নয়নের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েও কোনও ফল না হওয়ায় বাধ্য হয়ে কর্ম বিরতি পালন করছেন ব্যারাকপুর মহকুমা আদালতের আইনজীবী থেকে শুরু করে সর্ব স্তরের কর্মীরা।

বুধবার দুপুরে তারা পথে নেমে আন্দোলন শুরু করেছে। বুধবার দুপুরে ব্যারাকপুর মহকুমা আদালতের ৫ শতাধিক আইনজীবী, ল ক্লার্ক ও টাইপিস্টরা প্রথমে ব্যারাকপুর এস এন ব্যানার্জি রোডে নিজেদের দাবি নিয়ে মিছিল করেন, পরে তারা ব্যারাকপুর চিড়িয়া মোড় দীর্ঘক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখান। আইনজীবীদের অভিযোগ, তাঁরা তাদের দাবি সনদ জেলা বিচারকের কাছে পেশ করেছেন, তবে তাদের দাবি নিয়ে এখনো কোনও পদক্ষেপ করনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেই কারনেই ব্যারাকপুর মহকুমা আদালতের কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন আইনজীবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *