গাড়ি চালাতে চালাতেই কথা বলা যাবে ফোনে, হবে না জরিমানা, আইন পরিবর্তন হচ্ছে, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

আমাদের ভারত, ১৩ ফেব্রুয়ারি:গাড়ি চালাতে চালাতে ফোন রিসিভ করার কারণে মোটা টাকার জরিমানা পুলিশকে হয়তো অনেককেই দিতে হয়েছে। কিন্তু এখন থেকে আর সেই চিন্তা থাকবেন না। কারণ খোদ কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী জানিয়েছেন, এবার থেকে গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা যাবে। ‌খুব তাড়াতাড়ি এই বিষয়টি আইনসম্মত করা হবে বলেও লোকসভায় জানিয়েছে নীতিন গড়করি।

তবে সে ক্ষেত্রে কিছু নিয়ম থাকবে এবং চালকদের সেই নিয়ম মেনে চলতে হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। লোকসভায় এক বিবৃতিতে কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করি জানান, যদি ফোন hands-free থাকে অর্থাৎ যেখানে সরাসরি মোবাইল ব্যবহার করতে হয় না, মোবাইলের সঙ্গে যোগ করা থাকে তবে গাড়ি চালানোর সময় ফোনে কথা বলতেই পারেন।

মূলত গাড়ি চালাতে চালাতে ফোন ব্যবহার করার কারণে দুর্ঘটনা ঘটে কিন্তু যদি মোবাইল চালকের পকেটে বা অন্য কোথাও থাকে এবং ফোনে কথা বলার জন্য রাস্তা থেকে চোখ সরাতে না হয় তবে সেক্ষেত্রে ফোন ব্যবহারে কোনও সমস্যা নেই। hands-free ব্যবহার করে ফোনে কথা বলার কারনে যদি কোনও ট্রাফিক পুলিশ আটক করেন এবং চালান কাটে তবে সে চালান নিয়ে আদালতে চ্যালেঞ্জ করা যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

মন্ত্রীর কথায় , “যদি কোনও গাড়ির চালক hands-free ব্যবহার করে কথা বলেন গাড়ি চালানোর সময় তবে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে না। এই পরিস্থিতিতে ট্রাফিক পুলিশ কোনো জরিমানা করতে পারবে না। যদি কেউ জরিমানা করেন তবে ওই চালান নিয়ে আদালতে চ্যালেঞ্জ করা যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *