প্রবীণ স্বাধীনতা সংগ্রামীর জীবনাবসান

আমাদের ভারত, হাওড়া, ৩ জানুয়ারি: ১০৭ বছর বয়সে জীবনাবসান হল শ্যামপুরের প্রবীন স্বাধীনতা সংগ্রামী ভীম চন্দ্র জানার। শুক্রবার সকালে শ্যামপুরের শশাটি গ্রামে নিজের বাসভবনে প্রবীণ এই স্বাধীনতা সংগ্রামী দেহত্যাগ করেন।

প্রয়াত প্রবীণ স্বাধীনতা সংগ্রামীর পরিবার সূত্রে খবর, ১৯৩০ সালে মাত্র ১৭ বছর বয়সে স্বদেশী আন্দোলনে যোগ দেন ভীম চন্দ্র জানা। বিদেশী দ্রব্য বর্জন সহ ইংরেজদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য শ্যামপুরের বাড়ি বাড়ি পোঁছে যান তিনি।তাম্রলিপ্ত সম্মানে ভূষিত দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের আদর্শে অনুপ্রাণিত ভীম চন্দ্র জানা কে একাধিকবার কারাবরণ করতে হয়েছিল। শুক্রবার এই প্রবীণ স্বাধীনতা সংগ্রামীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। সকাল থেকেই সমাজের সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে উপস্থিত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *