CPM, Nepaldev Bhattacharya, প্রয়াত সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্য

আমাদের ভারত, ১৩ মে: প্রয়াত হলেন বর্ষীয়ান সিপিএম নেতা, রাজ্যসভার প্রাক্তন সাংসদ নেপালদেব ভট্টাচার্য। সোমবার রাত দেড়টা নাগাদ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৭৪ বছর।

বাম রাজনীতির প্রতিটি শাখাতেই নেপালদেব ভট্টাচার্য বিভিন্ন সময়ে একাধিক দায়িত্ব সামলেছেন। ছিলেন পরিচিত মুখ। সেই কারণেই তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সকলে। উত্তর ২৪ পরগনা জেলায় সিপিএমের প্রাক্তন সম্পাদকের প্রয়াণের খবর পৌঁছতেই শোকের ছায়া জেলার রাজনৈতিক মহলে। শোকস্তব্ধ ছাত্র সংগঠন এসএফআই, শ্রমিক সংগঠন সিটু’ও।

ছাত্রাবস্থা থেকেই বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন নেপালদেব। সিপিএমের ছাত্রশাখা এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও ছিলেন উত্তর ২৪ পরগনার এই নেতা। দলের ছাত্র শাখায় তিন মেয়াদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন তিনি। প্রথম দুই মেয়াদকালে তাঁর সঙ্গে এসএফআইয়ের সর্বভারতীয় সভাপতি ছিলেন বর্তমানে সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এমএ বেবি। তৃতীয় মেয়াদকালে তাঁর সঙ্গে ছাত্র সংগঠনের সর্বভারতীয় সভাপতি ছিলেন প্রয়াত বাম নেতা সীতারাম ইয়েচুরি।

১৯৮১-৮৮ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদও ছিলেন নেপালদেব। পরবর্তী সময়ে ১৯৯৭ সালে দল বিরোধী কাজের অভিযোগে নেপালদেবকে সংগঠন থেকে বহিষ্কার করেছিল সিপিএম। তবে আদ্যপান্ত বামমনস্ক নেপালদেব অন্য কোনও দলে যাননি। ২০০৩ সালে ফের তাঁকে সদস্যপদ দেয় সিপিএম। 

মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ভাটপাড়া শ্মশানে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *