পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ জুলাই: পুলিশ এবং স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর যৌথ অভিযানে গাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ গাঁজা।
শুক্রবার ভোরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানা এলাকায় অভিযান চালিয়ে ওই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। দুটি চলন্ত গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে মাদক। সব মিলিয়ে প্রায় এক কুইন্টাল গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।