পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ এপ্রিল: গতকাল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় এনআইএকে আক্রমণ করছেন তা দেশবিরোধী ও সংবিধান বিরোধী কাজ বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আজ সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে একটি সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি এই মন্তব্য করেছেন। এনআইএ’কে আক্রমণ করা প্রসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি দাবি করেছেন। তিনি বলেন, এনআইএ’কে আক্রমণ করা মানে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আক্রমণ করা, উচ্চ আদালতকে আক্রমণ করা।