দার্জিলিংয়ের মানেভঞ্জন এলাকায় ধস, সজাগ জেলা প্রশাসন

আমাদের ভারত, শিলিগুড়ি, ২২ জুলাই: দার্জিলিং জেলার মানেভঞ্জন এলাকায় বৃহস্পতিবার সকালে ধস নামে। একটানা বৃষ্টির জেরেই এই ধস বলে পুলিশ সূত্রে খবর। এদিকে ধসের ফলে একটি বড় গাছও উপড়ে পড়ে রাস্তায়। গাছ পড়ায় রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ সহ বনদফতরের কর্মীরা। তারা এসে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করে দেয়। কিছু গাড়ির চালকও হাত লাগায় ধস সরানোর কাজে। পরে অবশ্য জেসিবি এনে রাস্তা পরিষ্কার হয়। তারপর গাছ কেটে রাস্তা থেকে সরিয়ে ফেলে বনদফতরের কর্মীরা। বিকেলের মধ্যেই রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এক চালক জানান, গাছ পড়াতেই রাস্তা বন্ধ হয়ে যায়। ধসটি তেমন বড় ছিল না। তাই সহজেই রাস্তা পরিষ্কার হয়ে যায়।

এদিকে পরপর ধস নামতে থাকায় সজাগ রয়েছে জেলা প্রশাসন। গোটা জেলাতেই কড়া নজরদারি রয়েছে বলে জানিয়েদেন জেলাশাসক এস পুন্নমলবলম। তিনি বলেন, সকালের দিকে ওই এলাকায় ধস পড়ে একটি গাছ উপড়ে যায়। তাই খানিকক্ষণ রাস্তা বন্ধ থাকে। আমাদের কর্মীরা সেখানে পৌঁছে রাস্তা পরিষ্কার করে দেয়। বনদফতরের কর্মীরা ছিলেন গাছটি কাটার জন্য। তবে বেশী সময় লাগেনি রাস্তা পরিষ্কার করতে। আর রাস্তাটি দিয়ে কম গাড়ি চলাচল করে তাই তেমন কোনও অসুবিধা হয়নি। তবে বর্ষা চলছে, আর তাই আমাদের বিপর্যয় মোকাবিলা দল গোটা জেলার পরিস্থিতির দিকে নজর রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *