Lakrishna Advani, Bharat Ratna, দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পাচ্ছেন লালকৃষ্ণ আদবানি, আবেগে আপ্লুত বিজেপি নেতা দিলেন বার্তা

আমাদের ভারত, ৩ ফেব্রুয়ারি: দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পাচ্ছেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণায় আপ্লুত বর্ষীয়ান এই নেতা। এই সম্মান গ্রহণ করছেন বলে জানিয়ে তিনি বলেন, “এটা কেবল ব্যক্তি হিসেবে আমার জন্য সম্মানের নয়, আদর্শ ও নীতির সম্মান।”

তিনি বলেন, “যে আদর্শ ও নীতির জন্য আমি সারা জীবন আমার সম্পূর্ণ সামর্থ্য দিয়ে দেশকে সেবা করার চেষ্টা করে গিয়েছি।” এই সম্মান পেয়ে তিনি অত্যন্ত খুশি এবং অত্যন্ত বিনয় ও কৃতজ্ঞতার সঙ্গে সম্মান গ্রহণ করছেন বলেও জানান। আদর্শ ও নীতি প্রসঙ্গে বর্ষীয়ান এই বিজেপি নেতা বলেন, “১৪ বছর বয়সে আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান করেছিলাম। তখন থেকে কেবল একটি জিনিসই আমি চেয়েছি, আমার প্রিয় দেশের জন্য যে কাজটি আমাকে করতে দেওয়া হয়েছে, নিষ্ঠা ও নিঃস্বার্থভাবে দেশকে সেবা করতে চেয়েছি।”

ভারতরত্ন সম্মান পেয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাতেও ভোলেননি এই বর্ষীয়ান বিজেপি নেতা। তাঁকে ভারতরত্ন সম্মানে মনোনীত করার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন লালকৃষ্ণ আদবানি।

একই সঙ্গে দেশের এই সর্বোচ্চ সম্মান পরিবারের সদস্য বিশেষত প্রয়াত শ্রী কমলা আদবানির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এই নেতা। তিনি বলেন, “তারাই (পরিবার) আমার জীবনে শক্তি ও ধৈর্যের উৎস ছিল।”

ভারতরত্ন সম্মান পেয়ে দীনদয়াল উপাধ্যায় ও অটল বিহারী বাজপেয়ীকেও স্মরণ করেছেন লালকৃষ্ণ আদবানী।” যাদের সঙ্গে খুব কাছ থেকে আমি কাজ করেছি সেই দু’জনকে আজ আমি স্মরণ করছি ও কৃতজ্ঞতা জানাচ্ছি, তারা হলেন পন্ডিত দীনদয়াল উপাধ্যায় ও ভারতরত্ন অটল বিহারী বাজপায়ী। বিজেপির কর্মী ও সংঘ পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই প্রবীণ বিজেপি নেতাকে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করেন। দেশের উন্নয়নে যার অশেষ অবদান রয়েছে বলে এক্স হেন্ডেলে আদবানিকে ভারতরত্ন দেওয়ার কথা পোস্ট করেন। এ ব্যাপারে লাল কৃষ্ণ আদবানির সঙ্গে তাঁর কথা হয়েছে এবং তিনি ফোনে প্রবীণ নেতাকে অভিনন্দন জানিয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *