আমাদের ভারত, পূর্ব বর্ধমান, ২৪ আগস্ট: অফিস টাইমে লক্ষাধিক টাকা কেপমারি। ঘটনাটি ঘটেছে ভারতীয় জীবনবীমা নিগমের বর্ধমান শাখায়, অনুপ কুমার চৌধুরী নামে এক এজেন্টের।
তার বাড়ি ভাতাড় ব্লকের নিত্যানন্দপুর গ্রামে। ভাতাড়ের বলগনা বাজারে অনুপ কুমার চৌধুরীর এলআইসির প্রিমিয়াম পয়েন্ট রয়েছে। ঐ প্রিমিয়াম পয়েন্টে যাওয়ার জন্য পলিসি হোল্ডারদের একলক্ষ নয় হাজার টাকা ও কয়েকটি চেক ব্যাগে করে নিয়ে কাটোয়া- বর্ধমান বাসে চেপে বর্ধমান শহরের কলেজমোড়ে নামেন তিনি। এর পর কলেজমোড় থেকে টাউন সার্ভিস বাসে চাপেন কার্জনগেটে যাওয়ার জন্য।
অভিযোগ, টাউন সার্ভিস বাসের সিটে বসে থাকার সময় কয়েকজন মহিলা তার কাছে এসে দাঁড়ায়। এক জন আবার অনুপ চৌধুরীর ব্যাগের উপর ব্যাগ রাখেন। এর পর শুরু করেন ঠেলাঠেলি। অনুপ চৌধুরীর ব্যাপারটাতে সন্দেহ হলে সে তার ব্যাগের উপর থেকে মহিলার ব্যাগটি সরিয়ে দেন। এর পর টাউন হলের কাছে নেমে এলআইসি অফিসে গিয়ে দেখেন ব্যাগে থাকা টাকার বাণ্ডিল নেই। পুরো ঘটনা জানিয়ে অনুপ কুমার চৌধুরী বর্ধমান সদর থানায় অভিযোগ দায়ের করেন বলে জানাগেছে।