আমাদের ভারত,১৪ ডিসেম্বর:স্কুলের বাইরে ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে জুতো খুলে রাস্তাতেই অভিযুক্তকে পেটালেন মহিলা কনস্টেবল। উচিত শিক্ষা দেওয়া এই মহিলা কনস্টেবলকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। কারণ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
স্কুলের বাইরে দাঁড়িয়ে অনেক ক্ষণ ধরে ছাত্রীদের উত্ত্যক্ত করছিলেন ওই যুবক। আর ওই সময় সেখান দিয়েই যাচ্ছিলেন মহিলা কন্সটেবল। চোখের সামনে যুবকের কুকীর্তি দেখেই যুবককে জাপটে ধরেন ওই মহিলা কনস্টেবল। তারপর জুতো খুলে রাস্তার মধ্যেই বেধড়ক পেটাতে থাকেন।
৩২ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে পা থেকে জুতা খুলে ওই মহিলা কনস্টেবল মারতে শুরু করেন যুবককে। ভিডিওতে তাকে বলতে শোনা যায় “পাগল হয়ে গিয়েছিস, বাড়িতে মা বোন নেই”।
#WATCH A woman constable thrashes a man for allegedly harassing girls on their way to school in Bithur area of Kanpur. (10.12.19) pic.twitter.com/avQpgk73Va
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) December 11, 2019
ভিডিও সৌজন্যে এএনআই
জানা গেছে এই মহিলা কনস্টেবলের নাম চঞ্চল চৌরাশিয়া। তিনি কানপুরের বিথুর পুলিশ স্টেশনের অ্যান্টি রোমিও স্কোয়াডের সদস্য। অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় মামলা করা হয়েছে।