Modi, Security প্রধানমন্ত্রীর সভায় নিরাপত্তায় খামতি! বীরভূমে সাংবাদিকদের মধ্যে মুড়িমুড়কির মত বিলি করা হয়েছিল সিকিউরিটি পাস

নিজস্ব প্রতিনিধি, বোলপুর, ৩ মে: নিরাপত্তার বলয়ে ফসকা গেরো। প্রধানমন্ত্রীর জনসভায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহের নির্দিষ্ট জোনেই দেখাগেল এই চিত্র। যদিও এনিয়ে দায় এড়িয়েছেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তী।

শুক্রবার বীরভূমের আমোদপুরে ছিল প্রধানমন্ত্রীর রাজনৈতিক জনসভা। সভার দু’দিন আগেই জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক লিখিতভাবে জানিয়েছিলেন, সরকার স্বীকৃতি সাংবাদিক ছাড়া কাউকে প্রধানমন্ত্রীর সংবাদ সংগ্রহের সিকিউরিটি কার্ড দেওয়া হবে না। কিন্তু প্রধানমন্ত্রী সভাস্থলের সাংবাদিক জোনে দেখা মিলল সরকার স্বীকৃতি সাংবাদিক ছাড়াও একাধিক জনকে, যাদের প্রেসের সিকিউরিটি কার্ড দেওয়া হয়েছে। এব্যাপারে প্রশ্ন করলেজেলা তথ্য সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তী কোনও সদুত্তর দিতে পারেননি। তিনি শুধু বলেছেন, “এর দায় আমার নয়।”


ছবি: সরকার স্বীকৃত নয় এমন সাংবাদিকের গলায় ঝুলছে সিকিউরিটি পাস।

তাহলে দায় কার? উত্তর মেলেনি। উত্তর মেলেনি তথ্য সংস্কৃতি আধিকারিক ছাড়া কিভাবে প্রেস সিকিউরিটি কার্ড সরকার স্বীকৃত নয় এমন সাংবাদিকদের হাতে পৌঁছয়? ভিভিআইপির নিরাপত্তা নিয়ে এমন ঢিলেঢালা অবস্থা কেন? প্রেস জোন থেকে কোনও অঘটন ঘটলে তার দায় কার উপর বর্তাত, সে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *