আমাদের ভারত, মেদিনীপুর, ৩ ডিসেম্বর: কৃষক সংগঠন “এআইকেকেএমএস” এর উদ্যোগে আজ মেদিনীপুর জেলা শাসকের দপ্তরের সামনে নয়া কৃষি নীতিকে কৃষক বিরোধী আখ্যা দিয়ে নরেন্দ্র মোদীর কুশপুতুল পোড়ানো হয়। তার আগে মেদিনীপুর স্টেশন থেকে বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে।এআইকেকেএমএসের আহ্বানে আজ সার ভারত কৃষক সংহতি দিবস পালন করা হয়।
কেন্দ্রের বিজেপি সরকারের কৃষি আইন প্রতিরোধে, দিল্লি চলো অভিযানে লক্ষ লক্ষ সংগ্রামী কৃষকের আন্দোলনের সমর্থনে মেদিনীপুর শহরে এই মিছিল পরিক্রমা করে। এআইকেকেএমএসের উদ্যোগে আজ দেশব্যাপী বিক্ষোভ অবরোধ হয়। জেলার নারায়নগড়, কেশিয়াড়ি, দাঁতন-২, সবং, পিংলা প্রভৃতি ব্লকেও কর্মসূচি পালিত হয়। জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন এআইকেকেএমএসের জেলা সম্পাদক প্রভঞ্জন জানা, অহীন পাত্র, বঙ্কিম মুর্মু প্রমুখ। মোদীর কুশপুতুলে অগ্নিসংযোগ করেন এআইকেকেএমএসের জেলা অফিস সম্পাদক স্বদেশ পড়িয়া।
প্রভঞ্জনবাবু জানান, কৃষকদের উপর বিজেপি সরকার বর্বর অত্যাচার চালাচ্ছে। ইতিমধ্যেই ৫ জন কৃষক মৃত্যু বরণ করেছেন। প্রাণ দিয়ে শত অত্যাচারকে উপেক্ষা করে ঐতিহাসিক লড়াই লড়ছেন কৃষকরা। সর্বনাশা কৃষি আইন সম্পূর্ণ প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রতিরোধ আন্দোলন চলবে বলেও জানান তিনি।