Kunal Ghosh, TMC, ময়দান রাজনীতি মুক্ত করার অরাজনৈতিক ডাকে সিপিএম-কে একহাত কুণালের

আমাদের ভারত, ৯ নভেম্বর: ময়দান রাজনীতিমুক্ত করার অরাজনৈতিক ডাকের নেপথ্যে সলতে পাকানোর জন্য সিপিএম-কে একহাত নিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

শনিবার কুণাল ঘোষ এক্সবার্তায় লিখেছেন, “সূত্রের খবর, ময়দান রাজনীতিমুক্ত করার ডাক দিয়ে ১২ তারিখ গোষ্ঠ পালের মূর্তির সামনে যে ‘অরাজনৈতিক’ সভার প্রচার ফেস বুকে হচ্ছে, তার প্রস্তুতিতে আজ শনিবার দুপুর একটায় সিপিএমের কলকাতা জেলা দপ্তর প্রমোদ দাশগুপ্ত ভবনে একটি জরুরি ও গোপন বৈঠকের আয়োজন হয়েছে।

সিপিএমের পতাকা ছাড়া, তিন প্রধানের জার্সি পরিয়ে কিছু কমরেডকে ঐদিন হাজির করার চেষ্টা চলছে। যে সিপিএমের একাধিক বড় নেতা ইস্টবেঙ্গল-সহ বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের পদে ছিলেন, তারা এখন ছদ্মবেশে ময়দান অরাজনীতিকরণের কথা বলছে। আজ বৈঠকে ফৈয়াজ আমেদ খান সহ কিছু নেতার থাকার কথা। থাকবেন হেদুয়াসহ দু- চারটি এলাকার সিপিএম সংগঠকরা।

সূত্রের আরও খবর, ১২ তারিখ সঙ্গে থাকার জন্য এঁদের একটি অংশ বিজেপির উত্তর কলকাতা জেলার কিছু নেতার সঙ্গে কথা বলছেন। সমস্যা হল, বিজেপি নিজেরাই তো এআইএফএফ শীর্ষপদ দখল করে বসে আছে। যাই হোক, সিপিএম অফিসে বসে সিপিএমের নেতা ও ক্যাডাররা, যাঁরা একসময়ে ময়দানে নানা পদে, তাঁরা আজ নাটকের কোন্ চিত্রনাট্যের খসড়া করেন, সেটা ভারি বিনোদনের বিষয়।

অরাজনীতির কর্মসূচি নিয়ে সিপিএম কলকাতা জেলা কমিটির অফিসে বৈঠক। কী রোমাঞ্চকর!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *