কলকাতার ‘ক্ষত’

অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ২৪ ডিসেম্বর: শীতের কলকাতার আমেজ অন্যরকম। হাজারো মেলা-উৎসবের ভিড়ে বিদ্যুতের ঝলকের মত লুকিয়ে থাকে এক আধটা হীরের টুকরো। কিন্তু এতটাই আড়ালে থাকে যেগুলোর হদিশ পাওয়া মুস্কিল।

এ রকমই এক প্রদর্শনী শুরু হয়েছে টালিগঞ্জের কাফে ‘চায়ওয়ালা’-তে। শিরোনাম ‘উন্ডস’। তাঁর তোলা ছবির ১৫টি বাছাই করে এক প্রদর্শনীর আয়োজন করেছেন সেন্ট লরেন্সের প্রাক্তনী বছর তিপ্পান্নর ইন্দ্রনীল গুপ্ত। এক সময়ে ছিলেন নামী উড়ান সংস্থায়। এখন ধ্যান-জ্ঞান কলকাতার ঐতিহ্য। সর্বক্ষণের সঙ্গী দামী ক্যামেরা।

ইন্দ্রনীলের কথায়, “উত্তর আর মধ্য কলকাতা আমাকে ছেলেবেলা থেকেই ভীষণভাবে প্রভাবিত করে। হয়ত আমাদের আদি বাড়ি আমহার্স্ট স্ট্রিট বলে একটা অদ্ভুত টান অনুভব করি। পুরনো বাড়ি, রাস্তাঘাট— সব কিছু টানে আমাকে। সদা গতিময় এই পৃথিবীতে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে এই প্রাসাদ প্রমাণ বাড়িগুলোর মধ্যে। এগুলোর দিকে তাকিয়ে আমি ফিরে দেখি হারিয়ে যাওয়া সময়গুলোকে। কালের যুদ্ধে অনেকটাই ক্লান্ত। পরাক্রান্ত বাড়িগুলোর ইট, সুরকি আর দেওয়ালে কান পাতলে এখনও যেন শুনতে পাই ঐতিহ্যবাহী কাল আর আমাদের মহিমাময় ইতিহাসের আলেখ্য।”

১৮ বাই ১২ ইঞ্চির ছবিগুলোর বিষয় পুরনো কলকাতা। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। সকাল ১১টা থেকে রাত ৯টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *