কলকাতা পুলিশে করোনায় প্রথম মৃত্যু কনস্টেবলের! মোট আক্রান্তের সংখ্যা ১৯৫ জন

রাজেন রায়, কলকাতা, ৭ জুন: যে বাড়িতে তিনি দু’দিন আগে অসুস্থ স্ত্রীকে দেখে গিয়েছিলেন, সেই বাড়িতেই এবার তিনি কফিনবন্দি হয়ে। নিয়তির এমনই নিষ্ঠুর পরিণতি! করোনা এবার কেড়ে নিল কলকাতা পুলিশের শেক্সপিয়র সরণি থানার কনস্টেবলের জীবন। কলকাতা পুলিশের মধ্যে করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হল ওই কনস্টেবলের। শনিবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তবে তার নাম-পরিচয় প্রকাশ করেনি লালবাজার।

তবে একই সঙ্গে এদিন রাজ্যে কতজন পুলিশকর্মী করোনায় আক্রান্ত তার পরিসংখ্যান পেশ করেছে লালবাজার। আর তাতেই দেখা গিয়েছে, শনিবার পর্যন্ত কলকাতা পুলিশে মোট করোনা আক্রান্ত কর্মীর সংখ্যা প্রায় ডাবল সেঞ্চুরির পথে পৌঁছে গিয়েছে। খবর অনুযায়ী, শনিবার পর্যন্ত কলকাতা পুলিশের মোট ১৯৫ জন আক্রান্ত হয়েছেন। যদি তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৯০ জন।

লালবাজার সূত্রের খবর, শনিবার রাতে মৃত্যু হওয়া ওই পুলিশ কনস্টেবল প্রথমে সাউথ ডিভিশনের ডিআরও অফিসে কর্তব্যরত ছিলেন। সেখান থেকে তাকে ডেপুটেশনে শেক্সপিয়ার সরণি থানায় ডিউটি দেওয়া হয়েছিল। ওই পুলিশ কনস্টেবলের বাড়ি শিলিগুড়ির ফাসিঁদেওয়া থানা এলাকায়। স্ত্রী অসুস্থ থাকার জন্য গত ২৮ মে কলকাতা থেকে বাসে করে বাড়ি যান। ১ জুন শিলিগুড়ি থেকে ফিরে ডিউটিতে যোগ দেন। সেদিন তাঁর শরীরে কোনও উপসর্গ না থাকলেও থানার অন্যান্য পুলিশকর্মীদের সঙ্গেই তার করোনা টেস্ট হয়। পরদিনই তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৩ জুন টেস্ট রিপোর্ট এলে জানা যায় ওই পুলিশ কনস্টেবল করোনা পজিটিভ।

তারপর থেকে মেডিক্যাল কলেজ হাসপাতালেই তার চিকিৎসা চলছিল। কিন্তু শনিবার মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিনহা সরকার ওই কনস্টেবলের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কথা স্বীকার করেছেন। তবে দুই সপ্তাহে পর পর তিনবার পুলিশকর্মীদের বিক্ষোভের পর লালবাজার প্রত্যেক পুলিশকর্মীর করোনা টেস্ট বাধ্যতামূলক করাতেই এখন এত সংক্রমণ ধরা পড়ছে বলে দাবি করেছেন লালবাজারের শীর্ষকর্তারা। আর এই কারণেই পুলিশকর্মীরা এখন তাদের কর্মস্থলে অনেক নিরাপদ বলে দাবি লালবাজারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *