মাধ্যমিক পরীক্ষার্থীদের গোলাপ দিয়ে শুভেচ্ছা জানালেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা

নীল, বনিক, আমাদের ভারত, ১৮ ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষার্থীদের সারাসরি শুভেচ্ছা জানাতে পরীক্ষা কেন্দ্র গেলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। পরীক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

মঙ্গলবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। সকাল ১১টা নাগাদ কলকাতার মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে দক্ষিণ কলকাতার ইউনাইটেড মিশনারি গার্লস স্কুলে পৌছন অনুজ শর্মা। মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রথমে গোলাপ ফুল হাতে তুলে দেন অনুজ শর্মা সহ কলকাতা পুলিশের অনান্য আধিকারীকরা। এরপর তিনি সেখান থেকে যান বালিগন্জের সেন্ট লরেন্স হাইস্কুলে। সেখানেও পরীক্ষার্থীদের গোলাপ হাতে দিয়ে শুভেচ্ছা জানান। এরপর কলকাতার পুলিশ কমিশনার যান কসবা বালিকা বিদ্যালয়ে।

জীবনের প্রথম পরীক্ষায় অনুজ শর্মার মতো আইপিএসদের পাশে পেয়ে খুশি ছাত্রছাত্রীরা। খুশি অবিভাবকরাও। ”ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্যই আমি স্কুলে গিয়েছিলাম। তাদের পরীক্ষা ভালো হোক আমি এমনটাই চাই। মাধ্যমিক পরীক্ষা সুস্থভাবে করার জন্য কলকাতা পুলিশ সবরকম ব্যাবস্থা নিয়েছে” বলে জানান কলকাতা পুলিশের পুলিশ কমিশনার অনুজ শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *