আমাদের ভারত, ৭ এপ্রিল: সংখ্যালঘু অধ্যুষিত পার্ক সার্কাসে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের রামনবমীর শোভাযাত্রায় হামলা নিয়ে অভিযোগের প্রতিবাদ করেছে কলকাতা পুলিশ।
রবিবার রাতে সামাজিক মাধ্যমে ভিডিয়ো-সহ সুকান্তবাবুর করা ওই পোস্টে সোমবার বেলা ১১টা পর্যন্ত প্রতিক্রিয়া এসেছে ৮৯৫। শেয়ার হয়েছে ২ হাজার ২০০, দেখেছেন ২ লক্ষ ৬৭ হাজার।
তিনি পোস্টে লিখেছেন, “রামনবমীর শোভাযাত্রা থেকে ফেরার পথে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট এলাকায় ব্যর্থ মুখ্যমন্ত্রীর দ্বারা লালিত-পালিত শান্তিবাহিনীর হাতে বর্বরোচিতভাবে আক্রান্ত হতে হলো হিন্দুদের! গৈরিক ধ্বজ গাড়িতে রাখার অপরাধে পাথর ছুঁড়ে ভেঙ্গে ফেলা হলো গাড়ির কাঁচ। ভাঙ্গচুর করে একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা করা হলো। অথচ সামনে নির্লজ্জের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তোষণকারী মুখ্যমন্ত্রীর কাপুরুষ পুলিশ বাহিনী সব কিছু দেখেও ব্যবস্থা নিতে সমর্থ হলো না!
রামনবমীতে পশ্চিমবঙ্গের ঐক্যবদ্ধ বাঙালি হিন্দুর গর্জনে তোষণসর্বস্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পোষণ করা ‘শান্তিবাহিনী’ কতটা আতঙ্কে এটা তার স্পষ্ট প্রমাণ! আমরা কলকাতার হিন্দুদের আজ কথা দিচ্ছি, পরের বছর পার্ক সার্কাসের ওই একই এলাকায় রামনবমীর বিশাল শোভাযাত্রা বের হবে।
আজ যে মেরুদণ্ডহীন পুলিশ বাহিনী হিন্দুদের আক্রান্ত হতে দেখেও নির্লজ্জের মতো নির্বাক হয়ে রইলো, সেই একই পুলিশ বাহিনী আগামী বছর ওই মিছিলে পুষ্প বর্ষণ করবে, আমরা নিশ্চিত করে দেবো।”
অন্যদিকে, রাতেই কলকাতা পুলিশ বাংলা ও ইংরেজিতে দাবি করেছে, “পার্ক সার্কাসে ঘটেছে বলে যে ঘটনার উল্লেখ করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করা হচ্ছে যে, কোনো মিছিল বা জমায়েতের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি, এবং ওই এলাকায় এমন কোনো কার্যকলাপ ঘটেনি। একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্তের জন্য একটি কেস রুজু করা হয়েছে। জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে দয়া করে গুজবে কান দেবেন না।”