মাস্ক স্যানিটাইজার কিনে বিতরণ করে মানুষকে সচেতন করছেন কলকাতা পুলিশের কর্মী বাপন দাস

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৯ জানুয়ারি: এক পুলিশ কর্মীর মানবিকতা দেখল উত্তর ২৪ পরগনার সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য কর্মী ও স্থানীয় নাগরিকরা। কলকাতা পুলিশের কর্মী তথা সাংসদ সৌগত রায়ের দেহ রক্ষী বাপন দাস প্রত্যেক মাসে নিজের বেতনের টাকা দিয়ে করোনা হাসপাতালে বাইকে করে ঘুরে ঘুরে মাস্কহিন নাগরিকদের মধ্যে বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করছেন গত কয়েক মাস ধরে। তার উদ্দেশ্য একটাই, নাগরিকদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব করোনা হাসপাতালেই বাইক নিয়ে পর্যাপ্ত পরিমাণে মাস্ক ও স্যানিটাইজার হাতে নিয়ে পৌঁছে যান বাপন দাস।

মঙ্গলবারও বাপন দাস এসেছিলেন উত্তর ২৪ পরগনার কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ করোনা হাসপাতালে। হাসপাতালের সামনে দাঁড়িয়ে তিনি অসংখ্য নাগরিকদের মধ্যে বিতরণ করলেন মাস্ক ও স্যানিটাইজার। তিনি বললেন, ভ্যাকসিন দেওয়া শুরু হলেও যতদিন পর্যন্ত না সাধারন মানুষ প্রত্যেকে করোনা ভ্যাকসিন হাতে পাচ্ছে, ততদিন পর্যন্ত বিভিন্ন সরকারি করোনা হাসপাতালে গিয়ে মাস্কহিন নাগরিকদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করে তাদের মধ্যে করোনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *