Conference, Kolaghat, গ্রামীন চিকিৎসকদের একাধিক দাবিতে কোলাঘাট ব্লক চতুর্থ সম্মেলন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩১ ডিসেম্বর: গ্রামীণ চিকিৎসকদের সুনির্দিষ্ট কোর্স ও সিলেবাস অনুযায়ী বিজ্ঞান ভিত্তিক ট্রেনিং- এর বন্দোবস্ত করে সার্টিফিকেট দেওয়া এবং সরকারি স্বাস্থ্য পরিষেবায় স্থায়ীভাবে নিয়োগের দাবিতে গ্রামীণ চিকিৎসকদের সংগঠন প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া(পি.এম.পি.এ.আই.) কোলাঘাট ব্লক শাখার উদ্যোগে আজ কোলাঘাটের অভিনন্দন লজে চতুর্থ ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন,অ্যাসোসিয়েশনের ব্লক কমিটির সভাপতি মোজাফফর আলি খান।সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সংগঠনের ব্লক কমিটির সহকারী সম্পাদক দিলীপ মাইতি।

সম্মেলনে মূল বক্তব্য রাখেন, অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা প্রাক্তন সাংসদ ডাঃ তরুণ মন্ডল। এছাড়াও বক্তব্য রাখেন, কোলাঘাট ব্লকের বিডিও অর্ঘ্য ঘোষ, মেডিক্যাল সার্ভিস সেন্টারের সর্বভারতীয় সম্পাদক ডাঃ ভবানী শংকর দাস, সংগঠনের রাজ্য কমিটির সভাপতি ডাঃ প্রাণতোষ মাইতি, জেলা সম্পাদক রামচন্দ্র সাঁতরা, ডাঃ বেলাল হোসেন, কার্ডিওলজিস্ট ডাঃ ভাস্কর রায়, ডাঃ এসপি হাজরা প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন সারা বাংলা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের কোলাঘাট ব্লক কমিটির কার্যকরী সভাপতি নারায়ণ চন্দ্র নায়ক, সংগঠনের রাজ্য কোষাধক্ষ্য ডাঃ তিমির বরণ দাস, জেলা কমিটির সভাপতি অর্জুন ঘোড়ই প্রমুখ। ব্লকের ১৩টি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে দুই শতাধিক গ্রামীণ চিকিৎসক সম্মেলনে যোগদান করবেন। সম্মেলন থেকে উপরোক্ত দাবিতে আন্দোলনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। সম্মেলন থেকে ডাঃ বেলাল হোসেন, রামচন্দ্র সাঁতরা, নারায়ণ চন্দ্র নায়ককে উপদেষ্টা, মোজাফফর আলি খানকে সভাপতি, নিতাই বেরাকে সম্পাদক করে ৩৩ জনের শক্তিশালী কোলাঘাট ব্লক কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *