কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ ডিসেম্বর: শনিবার মেদিনীপুরের হবিবপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শহিদ ক্ষুদিরাম বসুর জন্মস্থানে যান। তিনি স্বাধীনতা সংগ্রামে শহিদের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন। এর পরে তিনি ক্ষুদিরাম বসুর মূর্তির উদ্বোধন করে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শহিদ ক্ষুদিরাম বসুর জন্মস্থান থেকে বেরিয়ে অমিত শাহ বলেন, শহিদ ক্ষুদিরাম বসুর জন্মস্থানের মাটি কপালে দিতে পেরে শিহরণ অনুভব করছি এবং তা আমার সৌভাগ্য। তিনি শুধু বাংলার নন, সারা দেশের গর্ব। আমরা দেশের জন্য মরতে পারিনি কিন্তু ক্ষুদিরাম বসুর মতো শহিদের জন্য আমরা এখনো বেঁচে আছি। তিনি গীতা হাতে ফাঁসির মঞ্চে চড়েছিলেন।দেশের যুব সমাজ তার জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন। তিনি শুধু বাংলার নয় সারা দেশের গর্ব তিনি যতটা বাংলার ঠিক ততটাই ভারতের। তার জন্য দেশের যুবসমাজ অনুপ্রাণিত হবে।
আরো তিন শহিদ পন্ডিত রামপ্রসাদ বিসমিল,আসফাকুল্লা খান এবং ঠাকুর রোশন সিং’কে স্মরণ করে দেশের প্রতি তাদের অবদান এবং বলিদানের কথা বলেন।
মোদিজীর নেতৃত্বে এক সুরক্ষিত ভারত গড়ার কথা বলেন অমিত শাহ।