পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ এপ্রিল: কেশপুরের মহিষদা গ্রামে প্রবেশ করে ওই গ্রামেরই স্থানীয় বিশালাক্ষী মন্দিরে পুজো দিয়ে গ্রামে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। স্থানীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার পাশাপাশি নানা রকমের প্রতিশ্রুতিও দেন তিনি। এদিন মহিলাদের সঙ্গে কথা বলতে বলতে গিয়ে হিরন্ময় চট্টোপাধ্যায় বলেন, বিজেপি ক্ষমতায় এলে ৩০০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে। খড়্গপুরে কত মাফিয়াদের ঠান্ডা করে দিয়েছি, কেশপুর তার কোথায় কি! ঘাটালের বিদায়ী সাংসদ তথা অভিনেতা দেবের গ্রামে দাঁড়িয়ে এমনই হুমকি দিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ।
স্থানীয় এই কেশপুর বিধানসভা এলাকায় মহিলাদের জন্য মহিলা কলেজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন ও স্থানীয় গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে যাবতীয় উন্নয়নমূলক কাজ করে দেওয়ারও প্রতিশ্রুতি দেন।
পাশাপাশি গ্রামের মানুষরা তাদের ভয়ঙ্কর দিনের কথা শোনান। ভোট দিতে না পারার কথাও বলেন। তিনি সেসব মানুষদের আশ্বস্ত করেন যে আমি আপনাদের পাশে আছি, থাকবো। হিরণ বলেন, কিকরে তৃণমূল ভোট দান থেকে আপনাদের বিরত করে দেখছি। আমি নিজে বুক চিতিয়ে লড়াই করব। আবারো তিনি কেশপুরের ভূমিপুত্র ঘাটালের তৃণমূলের বিদায়ী সাংসদ দীপক অধিকারী তথা দেবের বিরুদ্ধে এনামুল হকের থেকে টাকা নিয়ে বড় প্রডিউসার হওয়ার কথা বলার পাশাপাশি তিনি বলেন, সাংসদ ২০১৪-এ উপর দিকে উঠে গেল, আর গ্রামের মানুষ মাটিতে মিশে গেল।