আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ আগস্ট: শালিমার জিআরপির লকআপ ভেঙ্গে পালিয়ে যাওয়া দুই দুষ্কৃতীকে গ্ৰেফতার করল খড়্গপুর জিআরপি। মঙ্গলবার সন্ধ্যায় খড়্গপুর টাউন থানার পুলিশের সহযোগিতায় খড়্গপুর শহরের মালঞ্চ এলাকা থেকে জেল থেকে পালানো দুই দুষ্কৃতীকে গ্ৰেফতার করা হয়েছে। রেল পুলিশ জানিয়েছে, ধৃতরা হল সামিরুল মোল্লা(১৮) ও রাজু হারি(২২)। দুজনের বাড়ি হাওড়া জেলার উলুবেড়িয়া থানার বাজারপাড়া এলাকায়।
জানা গিয়েছে, ট্রেন থেকে এক নাবালককে ফেলে খুন করার অভিযোগে শালিমার জিআরপি গত বৃহস্পতিবার এই দুজনকে গ্ৰেফতার করে। পরের দিন অর্থাৎ শুক্রবার ধৃত দু’জনকে হাওড়া জেলা আদালতে হাজির করা হলে তিনদিনের পুলিশ হেফাজত হয় দু’জনের। পুলিশ হেফাজতে থাকাকালীন রবিবার ভোররাতে এই দুই দুষ্কৃতী শালিমার জিআরপির লকআপ ভেঙ্গে পালায়।
এদিকে এই খবর পেয়ে শালিমার জিআরপির এক আধিকারিক খড়্গপুরে পৌঁছান। ধৃত দু’জনকে নিয়ে মঙ্গলবার রাতেই রওনা দিয়েছে শালিমার জিআরপির পুলিশ বাহিনী।