আমাদের ভারত, ১৬ আগস্ট: শুক্রবার রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত হলো ‘খেলা হবে দিবস।’
উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পৌরসভা, ৭টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, ২৩টি জেলা সদর ও জিটিএ, কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশনের অন্তর্গত ১৪৪টি ওয়ার্ড, আইএফএ অনুমোদিত ১৭৬টি ক্লাব, সব সংস্থাকে সাড়ম্বরে সব ধরনের খেলার মাধ্যমে খেলা হবে দিবস পালন করা জন্য অভিনন্দন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
অরূপবাবু এক বিবৃতিতে এ দিন জানান, খেলাধূলার উন্নতির স্বার্থে আমাদের সরকার ও ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী সর্বতোভাবে পাশে আছেন। তাই তাঁর অনুপ্রেরণায় রাজ্যজুড়ে আটটি ক্রীড়া অ্যাকাডেমি গড়ে তোলা হয়েছে। এরাই আগামী দিনে বাংলা তথা দেশের মুখ উজ্জ্বল করবে।