TMC, Dev, BJP, কেশপুর হবে বিজেপির শেষপুর: দেব

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ এপ্রিল: ভূপতিনগরে ভোর রাতে এনআইএ’র হাতে দুই তৃণমূল নেতা গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব।

তিনি প্রশ্ন করেন, এটা নির্বাচনের সময়ই করতে হবে? আগে করা যেত না? আসলে ইচ্ছে করেই যখন দলের নেতা কর্মীরা নির্বাচনের কাজে ব্যস্ত ঠিক তখনই এনআইএর টিম কেন্দ্রীয় পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালিয়েছে।

শনিবার দিনভর কেশপুরে ঠাসা কর্মসূচি ছিল দেবের। এপ্রিলের ৪২ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে মানুষের স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। কানাশোল, সাহসপুর, তোরিয়া, খেতুয়া, আমনপুর, শ্যামচাঁদপুর যেখানেই গেছেন সেখানেই প্রার্থীকে স্বাগত জানাতে রাস্তার দু’পাশে শ’য়ে শ’য়ে মানুষ। কেশপুরের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের দলেনতা মহম্মদ রফিক, পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্জয় পান, ব্লক সভাপতি প্রদ্যুত পাঁজা সহ অন্যান্য নেতাদের সঙ্গে নিয়ে একের পর এক গ্রামের দিকে প্রচার চালিয়ে এগিয়ে চলেন দেব।

এদিন কয়েকটি পথসভা করেন তিনি। এর আগে কেশপুরে লক্ষাধিক ভোটে লিড পেয়েছেন তিনি।
এবারের ফল কেমন হবে জানতে চাওয়ায় তিনি জানান, কেশপুর হবে বিজেপির শেষপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *