আমাদের ভারত, ৮ ডিসেম্বর:দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সোমবার। এরপর তাঁর দল আম আদমি পার্টির অভিযোগ তাদের মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করে রাখা হয়েছে। এমনকি তাকে সমস্ত মিটিং বাতিল করতে বাধ্য করা হয়েছে। আম আদমি পার্টি তরফে অভিযোগ কেজরিওয়ালের বাড়ির রাস্তা ব্যারিকেট করে আটকে দিয়েছে পুলিশ। তাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। কিন্তু আপের এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে দিল্লি পুলিশ।
আপের তরফে বলা হয়েছে,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দিল্লির তিন মেয়রকে নির্দেশ দিয়েছে পৌরসভার কর্মীরা যেন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের ঠেকানোর নাম করে দিল্লি পুলিশ মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে রাস্তায় ব্যারিকেড করে দিয়েছে। কেউ বাড়িতে ঢুকতে বা বের হতে পারছেন না। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী তার সব কটি প্রশাসনিক বৈঠক বাতিল করতে বাধ্য হয়েছেন। কিন্তু দিল্লি পুলিশের নর্থ ডিস্ট্রিক্টের ডেপুটি কমিশনার অ্যান্তো আলফানসো এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন,” আমরা সতর্ক আছি অরবিন্দ কেজরিওয়াল সোমবার সন্ধ্যায় আটটায় বাড়ি থেকে বেরিয়ে যান।দশটা নাগাদ ফিরে আসেন। তাকে কেউ আটকাতে যায়নি।”
সোমবার কেজরিওয়াল দিল্লি হরিয়ানা সীমান্তে সিংঘু অঞ্চলে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করেন। নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে হাজার হাজার কৃষক কার্যত অবরুদ্ধ করে রেখেছেন। দফায় দফায় সরকারের সঙ্গে বৈঠক করেও কোনো সুরাহা হয়নি। আজ নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বনধ চলছে। বুধবার আবারও বৈঠক হওয়ার কথা আগেই ঠিক হয়েছিল। তবে শোনা যাচ্ছে বনধের দিন সন্ধ্যেবেলাতেই বৈঠক হতে পারে।