আমাদের ভারত, ব্যারাকপুর, ২৮ ফেব্রুয়ারি: শেষ পর্যন্ত কংগ্রেস ছাড়লেন কৌস্তুভ বাগচি। আজ ব্যারাকপুরে তার নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করে দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। দলের কেন্দ্রীয় নেতৃত্বের বিভিন্ন পদক্ষেপ নিয়ে নিয়ে সরব ছিলেন তিনি। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বাধা মোটেই মেনে নিতে পারেননি। তাই আজ আনুষ্ঠানিকভাবে দল ছড়ার কথা তিনি ঘোষণা করেন। তবে, কোন দলে তিনি যাচ্ছেন সে ব্যাপারে এখনও কিছু জানাননি।
এদিন তিনি বলেন, “কংগ্রেস দলটা কেউ ছাড়তে চায় না, দলটা ছাড়তে বাধ্য করা হয়। আমিও কংগ্রেসের সাথে আমার ২০ বছরের সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হলাম। আমার নামে বলা হচ্ছে, আমি দল ছাড়তে চেয়েছিলাম কিন্তু সেটা সত্যি না। কংগ্রেস ছাড়তে চাইলে আগেই ছাড়তে পারতাম। কিন্তু তৃণমূলের প্রতি কংগ্রেসের ভূমিকা আমার পছন্দ না, আমি কথা বলে তা মেটানোর চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি। আমি দল ছেড়েছি কিন্তু আমি কংগ্রেসের কাউকে দল ছেড়ে আমার সাথে আসতে বলবো না। আমি দল ভাঙ্গানোর লোক নই। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সকলে জানতে পারবেন আমার পরবর্তী পদক্ষেপ।”