আলেসান্দ্রোর বদলে ইস্টবেঙ্গলের কোচ কে, ভাসছে করিমের নামও

তারক ভট্টাচার্য

আমাদের ভারত, ২২ জানুয়ারি: ইস্টবেঙ্গল কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন আলেসান্দ্রো মেনেজেস গার্সিয়া৷ নতুন কোচ কে হবেন তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। ঠিক এই সময়ই মধ্যপ্রাচ্য থেকে ইস্টবেঙ্গল কর্তাদের কাছে ফোন ভেসে এল ময়দানের এক চিরপরিচিত কোচের৷ সেই কোচ করিম বেঞ্চারিফা। মোহনবাগান ও চার্চিলকে সাফল্যের সঙ্গে কোচিং করানো করিম উৎসাহী ইস্টবেঙ্গলের কোচিং করানোয়।

কর্তারা এমন ফোনে রীতিমতো হতবাক৷ কারণ কোয়েসের সাফ বক্তব্য ছিল, চলতি লিগের মাঝে আর কোনও বিদেশি কোচ নয়৷ কিন্তু, করিমের ফোনে ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে কোয়েস কর্তারাও নড়েচড়ে বসতে চাইছেন। কারণ, করিমের কলকাতা ময়দানে সাফল্য বেশ ভালোই। তাই তাঁর আবেদনটা ফেলে দেওয়ার নয়৷

এর পাশাপাশি, আর্থিক দিকটাও দেখতে চাইছেন কোয়েস এবং ইস্টবেঙ্গলের কর্তারা৷ বাজেটের মধ্যে যদি করিম আসেন তাহলে তাতে বিশেষ আপত্তির কিছু দেখছে না লালহলুদ৷ এই পরিস্থিতিতে আবার ইস্টবেঙ্গল কোচের দৌড়ে উঠে আসছে সুব্রত ভট্টাচার্যের নামও। এর আগেও তিনি ইস্টবেঙ্গলকে কোচিং করিয়ে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন করেছিলেন৷ তাই ইস্টবেঙ্গলের একটা পক্ষ এখন সুব্রত ভট্টাচার্যকে কোচ হিসেবে দেখতে চাইছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *