“করাচি একদিন অখন্ড ভারতের অংশ হবে” মন্তব্য বিজেপি নেতার

আমাদের ভারত, ২৩ নভেম্বর:করাচি একদিন ভারতের অংশ হবে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমর্থন করেছেন এনসিপি নেতা নবাব মালিকও। তিনি বলেছেন বিজেপি যদি ভারত পাকিস্তান বাংলাদেশকে মিলিয়ে দেওয়ার উদ্যোগ নেয় তাহলে তাকে স্বাগত জানাবেন তারাও‌।

একটি মিষ্টির দোকানের নামকে ঘিরে শুরু হওয়া বিতর্ককে সূত্র ধরেই এই মন্তব্যগুলো করেছেন দুই নেতা। মুম্বাইতে করাচি সুইটস নিয়ে শুরু হওয়া বিতর্কে এই মন্তব্য করেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। তিনি দাবি করেছেন, করাচি একদিন অখন্ড ভারতের অংশ হবে। তিনি বলেন, “আমরা অখন্ড ভারতে বিশ্বাস করি। কারাচিও একদিন অখন্ড ভারতের অংশ হবে।”

শিবসেনা নেতা- নান্ডগাঁওকার কয়েকদিন আগেই মুম্বাইয়ের পুরোনো দোকান করাচি সুইটকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, “করাচি সুইটস থেকে নাম বদলে একটা নতুন মারাঠি নাম দিন। আমরা দোকানকে সময় দিচ্ছি।” যদিও এই মন্তব্যকে শিবসেনা দলীয় স্তরে মেনে নেয়নি। শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত জানিয়ে দেন এটি তার দলের রাজনৈতিক অবস্থান নয়। করাচি বেকারি ও করাচি সুইটসের সঙ্গে মুম্বাইয়ের যোগ দীর্ঘ ৬০ বছরের। এর সঙ্গে পাকিস্তানের কোন যোগ নেই। এই সময়ে এসে তাদের নাম বদলানোর কোন অর্থ হয় না।

কিন্তু রবিবার মহারাষ্ট্র সরকারের জোট সঙ্গী এনসিপির নাম মন্ত্রী নবাব মালিক দেবেন্দ্র ফড়নবিশের অখন্ড ভারতের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, “দেবেন্দ্র ফড়নবিশ বলার অনেক আগে থেকেই আমরা বলেছি ভারত-পাকিস্তান বাংলাদেশের এক হয়ে যাওয়া উচিত। যদি বার্লিনের প্রাচীর ভেঙে যেতে পারে তাহলে কেন এই তিন দেশ এক হতে পারবে না? বিজেপি যদি চায় ৩ দেশকে একসঙ্গে করে অখন্ড ভারত তৈরি করতে, আমরা তাকে স্বাগত জানাবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *