আমাদের ভারত, কলকাতা, ২২ নভেম্বর: ভারত– বাংলাদেশ ম্যাচ দেখতে কলকাতার মাটিতে পা রাখলেন কপিল ও শচীন।
ভারত বাংলাদেশের ম্যাচ দেখতে শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দরে নানেন কপিল দেব ও শচীন টেন্ডুলকার। এদিন তাদের দেখতে দমদম বিমানবন্দরে জমে মানুষ ঢল। যদিও সাংবাদিকদের মুখমুখি হলেও কোনও কথা বললেন না কপিলদেব। এদিন ভির সামলাতে পুলিশকেও ঢের বেগ পেতে হয় বিমানবন্দরে। গাড়িতে ওঠার আগে শচীন বলেন, কলকাতায় খেলা দেখতে এসে খুব ভালো লাগছে। সৌরভ গাঙ্গুলি ভারতীয় দলের সভাপতি হওয়ায় খুব খুশি আমি।