করোনার চিকিৎসার জন্য সরকারকে বিনামূল্যে হাসপাতাল দিতে প্রস্তুত উত্তরপাড়ার কমলা রায়

আমাদের ভারত, হুগলী, ২৮ মার্চ: করোনা ভাইরাসের জন্য কেন্দ্রীয় সরকার সহ বিভিন্ন রাজ্যে সরকার দিন রাত এক করে দেশের প্রতিটি মানুষকে কি ভাবে সুরক্ষিত রাখা যায় তার জন্য কাজ করছেন। সাধারণ মানুষকে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখার জন্য বেসরকারি হাসপাতালের চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মীরাও বসে নেই। তাই করোনা মোকাবিলায় এগিয়ে আসলো উত্তরপাড়া এলাকার নামজাদা একটি বেসরকারি হাসপাতাল কমলা রায়।

সেই হাসপাতালের এম ডি অনন্ত রায় বলেন, যেভাবে দিন দিন করোনা ভাইরাসের গ্রাসে চলে যাচ্ছে বিশ্ব সহ আমাদের দেশ তখন চিকিৎসার জন্য হাসপাতালের প্রয়োজন হবে তাই আমরা আমাদের হাসপাতালের ডাক্তারদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি আমাদের হাসপাতাল সরকারের যদি প্রয়োজন হয় তাহলে নিতে পারে। আমাদের হাসপাতাল সম্পূর্ণ বিনামূল্যে সরকারকে দেওয়া হবে করোনা চিকিৎসার জন্য। আমরা এক পয়সাও নেবো না। এছাড়া আমরা রোগীদের চিকিৎসার জন্য সব রকম ব্যয়ভার বহন করবো।বেসরকারি হাসপাতাল এই ভাবে এগিয়ে আসায় এলাকার বিশিষ্ট মানুষরা স্বাগত জানিয়েছেন।

উত্তরপাড়ার বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ কৌশিক মুন্সি বলেন, খুব ভালো উদ্যোগ।আমি ডাক্তার হয়ে গর্ববোধ করি। এই সময় সবাইকে এগিয়ে আসতে হবে। আর কমলা রায় হাসপাতাল যে ভাবে মানুষের জন্য দরজা খুলে দিয়েছে আমি কুর্নিশ জানাই তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *