আমাদের ভারত, হুগলী, ২৯ আগস্ট: বন্যা কবলিত খানাকুলের মারো খানা এলাকায় ত্রাণ সামগ্রী ও ত্রিপল ও প্লাস্টিক নিয়ে পৌঁছলেন শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ ব্যানার্জি ও হুগলী জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য নেতারা।এদিন নৌকায় করে এই ত্রাণ সামগ্রী নিয়ে পৌছান বন্যা কবলিত এলাকার মানুষের কাছে। তাদের হাতে তুলে দেন ত্রাণ।
এদিন সাংসদ বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে ৫টি নৌকা এই বন্যা কবলিত এলাকায় ত্রাণ নিয়ে ঘুরছে।তবে এটা প্রাকৃতিক দুর্যোগ এখানে কারো কিছু করার নেই। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ত্রাণ সব জায়গাতেই পৌছানোর ব্যাবস্থা করা হয়েছে। তবে কিছু কিছু মানুষ আছে সুবিধা নিলেও অভিযোগ করে। তারা অভিযোগ করার জন্যই জন্ম নিয়েছে।